
সংক্ষিপ্ত পরিচিতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
দেশের প্রতিটি জনপদে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শিবির একজন তরুণকে একই সাথে একজন ভাল ছাত্র ও একজন ভাল মুসলমান হিসেবে গড়ে তুলতে চেষ্টা করে। ইসলাম সকল মানুষের কল্যাণের জন্য; তাই ইসলামী ছাত্রশিবির মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সবার কাছে ইসলামের সুমহান সৌন্দর্যকে সুন্দরভাবে তুলে ধরার কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে। তাই এই সুন্দর কর্মসূচি ও চরিত্রবান কর্মীদের প্রতি দিন দিন জনসমর্থন বাড়ছে। আসুন, আপনিও শিবিরের পতাকাতলে সমবেত হয়ে নিজেকে গড়ে তুলুন সুন্দর ও যোগ্যতম ব্যক্তি হিসেবে। শরিক হউন ইহকাল ও পরকালের মুক্তিকামী মানুষের এই কাফেলায়।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
আল্লাহ প্রদত্ত ও রাসূল (সাঃ) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তোষ অর্জন।

সভাপতির শুভেচ্ছা বক্তব্য
মোঃ রিয়াজুল ইসলাম
এদেশকে একটি সমৃদ্ধ, স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির প্রকল্প নিয়ে প্রতিষ্ঠাকালীন সময় থেকেই একাগ্রতার সাথে কাজ করে যাচ্ছে। ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা শুরু করে ইসলামী ছাত্রশিবির। সে লগ্ন থেকে অদ্যাবধি দেশের ক্রান্তিকালীন সময়ে সম্মুখ সারিতে থেকে সংকট উত্তরণে সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকা রেখেছে এ সংগঠন।